ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবাষির্কীতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ-

দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো: সাইফুল ইসলাম ফিরোজ

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আমরা যেখানে যে অবস্থানে আছি না কেন, আমাদেরকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বড় দলে মনোনয়ন প্রত্যাশী থাকবেই। কিন্তু আগামী নির্বাচনে সকল মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের পক্ষে কাজ করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচন উপলক্ষে কয়েকদিনের মধ্যে প্রত্যেকটি আসনে প্রার্থী ঘোষণা হবে। দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে সেই প্রার্থীর পক্ষে কাজ করবো। প্রতি আসনে একজন করে মনোনয়ন পাবে। অনেকেই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে। আগামী নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে দল যাকে মনোনয়ন দিবে আমি ধানের শীষের পক্ষে কাজ করবো। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সুজাউদ্দিন পিয়ালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা। উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে আসতে থাকে। পরে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ১০ টায় শহরের কালীবাড়ী এলাকায় চিত্রা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

ফেব্রুয়ারির মধ্যেই যেন ভোট হয়: নাহিদ

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবাষির্কীতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ-

দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো: সাইফুল ইসলাম ফিরোজ

Update Time : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আমরা যেখানে যে অবস্থানে আছি না কেন, আমাদেরকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বড় দলে মনোনয়ন প্রত্যাশী থাকবেই। কিন্তু আগামী নির্বাচনে সকল মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের পক্ষে কাজ করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচন উপলক্ষে কয়েকদিনের মধ্যে প্রত্যেকটি আসনে প্রার্থী ঘোষণা হবে। দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে সেই প্রার্থীর পক্ষে কাজ করবো। প্রতি আসনে একজন করে মনোনয়ন পাবে। অনেকেই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে। আগামী নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে দল যাকে মনোনয়ন দিবে আমি ধানের শীষের পক্ষে কাজ করবো। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সুজাউদ্দিন পিয়ালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা। উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে আসতে থাকে। পরে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ১০ টায় শহরের কালীবাড়ী এলাকায় চিত্রা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়।

সবুজদেশ/এসএএস