দাউদ ইব্রাহিমের ভাই গ্রেফতার
সবুজদেশ ডেস্কঃ
অপরাধ জগতের মুকুটহীন সম্রাট বলে কুখ্যাত দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে মাদক পাচার মামলায় গ্রেফতার করেছে মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ বুধবার (২৩ জুন) এখবর দিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, কাসকরের কাছ থেকে ২৫ কেজি চরস উদ্ধার হয়েছে। এই মাদক জম্মু-কাশ্মীর থেকে পাঞ্জাবে পাচার করা হচ্ছিল। সেখান থেকে সেই মাদক মুম্বাইয়ে সরবরাহ করার কথা ছিল। গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় এনসিবি। তার পরই তল্লাশি চালিয়ে সেই মাদক উদ্ধার করে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে কাসকরকে।
কাসকরের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রয়েছে। এছাড়া তোলাবাজির মামলায় ২০১৭ সালে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। মুম্বাইয়ে মাদক সংক্রান্ত বিষয়ে গত বছর থেকেই তদন্ত চালাচ্ছে এনসিবি। কাসকরকে এর আগেও বেশ কয়েকবার মাদক পাচার সংক্রান্ত বিষয়ে জেরা করেছে এনসিবি।
সবুজদেশ/এসইউ