চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ওই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দহুদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে জয়নাল মণ্ডল নিহত হয়েছেন।
আহতরা হলেন- ঝড়ু মণ্ডলের অপর দুই ছেলে খাজা মণ্ডল ও জাহির মন্ডল এবং খাজা মণ্ডলের ছেলে দিপু মণ্ডল।
নিহত জয়নাল মণ্ডলের স্বজনরা জানান, গ্রামের নূরুল হকের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জয়নাল মণ্ডলরা চারজন মাঠে কাজ করছিলেন। এ সময় নূরুল হকের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের অতর্কিতে হামলা চালায়। চারজনকেই কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কৃষক জয়নালের মৃত্যু হয়। অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডা. শাপলা খাতুন বলেন, চারজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় জয়নালের মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ূন কবীর জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
সবুজদেশ/এসএএস