আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল রবিবার নতুন স্মার্টকার্ড নেবার জন্য নারী পুরুষদের সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্রে দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। এই কেন্দ্র থেকে কার্পাসডাঙ্গা ও বাঘাডাঙ্গা ( ১ ও ৪ নং ওয়ার্ডের) নারী ও পুরুষের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়। যারা স্মার্টকার্ড বিতরণের দায়িত্বে ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করে স্মার্টকার্ড বিতরণ করছেন। পুরাতন এনআইডি কার্ড জমা দিয়ে নতুন স্মার্টকার্ড নিয়েছেন নারী ও পুরুষরা। ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট জানান, শুধুমাত্র যাদের এনআইডি স্মার্টকার্ড এসেছে তারাই পেয়েছে। আর যাদের আসেনি তারা পর্যায়ক্রমে পাবে। কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী জহির খান বলেন, যাদের স্মার্টকার্ড দিচ্ছে গ্রাম বাদে যে সকল মানুষ শহরে থাকেন তারা স্মার্টকার্ড নেবার জন্য গতকাল গ্রামে চলে এসেছে। কেন্দ্রে দল বেধে বাড়ি থেকে রওনা হচ্ছে নারী ও পুরুষরা। স্মার্টকার্ড পাবার আগ মূহর্তে সকলের মনের ভিতর আকর্ষন ছিলো যে স্মার্টকার্ড দেখতে কেমন। যারা নতুন এনআইডি স্মার্টকার্ড পেয়েছে তারা স্মার্টকার্ড নিয়ে খুশি মনে বাড়ি চলে যাচ্ছে । কোন অপ্রীতিকর ঘটনা ছাড়কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্মার্টকার্ড বিতরণ হয়েছে প্রথম দিন। আজ কার্পাসডাঙ্গা বাজার, মিশন ও কাঞ্চনতলা (১ ও ৩ নং ওয়ার্ডে) দেয়া হবে বলে জানাগেছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here