আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলায় দীর্ঘদিন পরে চুয়াডাঙ্গায়  জেলা প্রশাসনের উদ্যোগে আবার  শুরু হলো ৩দিন ব্যাপী অমর একুশে  বই মেলা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।গতকাল বুধবার  বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংসদ সদস্য সোলাইমান হক জোয়র্দ্দার ছেলুন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের আয়োজনে মেলায় জেলার অর্ধশতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। স্টলেগুলোতে ভাষা আন্দোলনসহ বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিয়ে বরেণ্য লেখকদের লেখা বই স্থান পেয়েছে। মেলার সমাপনী হবে শুক্রবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here