দীর্ঘদেহী কর্নওয়ালের পাঁচ উইকেট
সবুজদেশ ডেস্কঃ
ঢাকায় পা রাখার পর থেকেই তার দিকে ক্যামেরা তাক করা। আর সেটার পেছনে কারণটা সবারই জানা। আর সব উইন্ডিজ ক্রিকেটারের চেয়ে তিনি একটু ব্যতিক্রম। আর সেটা শারীরিক গঠনে। অনেক লম্বা। এমন উচ্চতা ক্যারিবীয় সব ক্রিকেটারেরই। তবে তিনি আর সবার চেয়ে অনেক মোটা। কুচকুচে কালো। সব মিলিয়ে আর দশজন থেকে তাকে আলাদা করা যায় খুব সহজেই।
এবার শুধু শারীরিক কাঠামোর কারণে নয়, বল হাতে দারুণ নৈপুন্যের কারণেই আলোচিত ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল। বিসিবি একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার বল হাতে বিসিবি একাদশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে লাইমলাইটে সেই কর্নওয়াল। তার সাথে ছিলেন আরেক স্পিনার ওয়ারিকান। এই দুজনের তোপে মাত্র ১৬০ রানে গুটিয়ে গেছে বিসিবি।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছিল ২৫৭ রানে। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ ৫ উইকেটে ১৭৯। ২৭৬ রানের লিড ক্যারিবীয়দের।
১৬.৪ ওভার বোলিং করেছেন কর্নওয়াল। তিনটি মেডেন। রান দিয়েছেন মাত্র ৪৭। উইকেট সবার চেয়ে বেশি, ৫টি। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান নাঈম ও ইয়াসির আলীকে প্রথম আউট করেন তিনি। এরপর শেষের দিকে তার তোপে গুটিয়ে যায় বিসিবি একাদশ। টপাটপ তুলে নেন আকবর আলী, জনি ও খালেদের উইকেট।
টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে এই কর্নওয়াল আলো ছড়াতে পারেন, তার নমুনা প্রস্তুতি ম্যাচে দেখালেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন টেস্ট খেলা কর্নওয়াল উইকেট পেয়েছেন ১৩টি। এক ইনিংসে সেরা বোলিং, ৭৫ রানে সাত উইকেট।