দুই কিডনি বিকল, একটু বাঁচার আকুতি কলেজছাত্র হাসিবুরের
যশোর প্রতিনিধিঃ
অর্থের অভাবে কলেজছাত্র হাসিবুর মুন্সি ইব্রাহিমের চিকিৎসা করাতে পারছেন না তার হতদরিদ্র পিতা রিকসা চালক রহমত মুন্সি। তার বাড়ি যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায়। ইব্রাহিম ঢাকাস্থ খুশবাগ ইটখোলা বোরাক পলিটেকনিক কলেজের ম্যাকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার মা হাসিনা বেগম ঢাকার একটি গার্মেন্টসের শ্রমিক। সেই সুবাদে ঢাকায় লেখাপড়া করেন ইব্রাহিম।
কিন্তু তার দুইটি কিডনী বিকল হওয়ার পথে। চিকিৎসা করানোর জন্য প্রয়োজন প্রচুর অর্থ। কিন্তু দরিদ্র পিতা মাতার পক্ষে ইব্রাহিমের সঠিক চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
ইব্রাহিম খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনী ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডা. ইনামুল কবীরের তত্ত্ববধানে আছেন। চিকিৎসকের ভাষ্য মতে, ইব্রাহিমের চিকিৎসার জন্য আপতত ৩ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু এই বিশাল ব্যয় তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই একমাত্র ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন রহমত মুন্সি ও হাসিনা বেগম। সাহায্য পাঠানোর ঠিকানা-বিকাশ নম্বর ০১৯২৩৯৮১৬৪২। অথবা ইসলামী ব্যাংক, সঞ্চয়ী হিসাব নম্বর-৩২৩২০, ভোলা সদর শাখা, ভোলা (মোক্তার হোসেন)।