ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক দোকানদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন আব্দুল আহাদ নামের এক দোকানদারের কাছে তারা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। এ নিয়ে বিকেল ৪টার দিকে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন ওই দোকানদার।
চাঁদা দাবি করা দুই নেতা হলেন- ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উল্লাস মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন।
লিখিত অভিযোগে দোকানদার আব্দুল আহাদ জানান, কয়েকদিন আগে ছাত্রদল নেতা উল্লাস মাহমদু তাকে দোকান বন্ধ করার জন্য বলেন। কিন্তু তিনি দোকান বন্ধ না করায় শনিবার দুপুর ১টার দিকে ছাত্রদল নেতা সাব্বিরকে নিয়ে তার দোকানে যায়। এসময় তিনি চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হুমকি দেন তারা।
দোকানদার আব্দুল আহাদ বলেন, ‘উল্লাস মাহমুদ ও সাব্বির নামের দুজন দোকানে এসে কিছু টাকা দাবি করে। বলে, টাকা দিলে ক্যাম্পাসে কোনো সমস্যা হবে না, বড় ভাইও খুশি থাকবে।’
এ বিষয়ে ছাত্রদল নেতা উল্লাস মাহমুদ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। অভিযোগকারীকেও আমি ভালোভাবে চিনি না।’
অভিযুক্ত সাব্বির হোসেন বলেন, ‘সকালে ক্যাম্পাসে গিয়ে আলমগীর ভাইয়ের দোকানে বসে চা খেয়েছি। তারপর প্রশাসন ভবনে ঘুরে ঝিনাইদহ চলে এসেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সত্য নয়।’
জানতে চাইলে ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল করে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যদি কেউ এমন করে থাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবো।
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘অফিসে কয়েকটা অভিযোগ এসেছে। অফিস থেকে আমাকে জানালো, এক দোকানদার অভিযোগ দিয়ে গেছে। অফিস টাইম শেষ হওয়ার কারণে দেখার সুযোগ হয়নি। আগামীকাল ক্যাম্পাস বন্ধ। সোমবার এসে অফিস সময়ে দেখবো। তারপর বাকি ব্যবস্থা নেবো।’
সবুজদেশ/এসএএস