ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রলিতে ধাক্কা, নিহত ২

 

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বালুর ট্রলিতে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম (২১) ও ইমন হোসেন (১৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের তরিকুল ইসলামের ছেলে এবং ইমন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই তরুণ মোটরসাইকেল যোগে চৌগাছা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রলিটির রাস্তার অন্যপাশের একটি গাছে ধাক্কা লাগে। এদিকে মোটরসাইকেল থেকে ছিটকে একজন রাস্তায় পড়ে এবং চালক মোটরসাইকেলসহ ট্রলির পেছনে লেগে নিচে ঢুকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

মাঠে কাজ করা কৃষকরা দ্রুত এসে খবর দিলে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিসের চৌগাছা সাব স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রলিতে ধাক্কা, নিহত ২

Update Time : ০২:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

 

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বালুর ট্রলিতে ধাক্কা লেগে আশরাফুল ইসলাম (২১) ও ইমন হোসেন (১৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের তরিকুল ইসলামের ছেলে এবং ইমন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই তরুণ মোটরসাইকেল যোগে চৌগাছা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রলিটির রাস্তার অন্যপাশের একটি গাছে ধাক্কা লাগে। এদিকে মোটরসাইকেল থেকে ছিটকে একজন রাস্তায় পড়ে এবং চালক মোটরসাইকেলসহ ট্রলির পেছনে লেগে নিচে ঢুকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

মাঠে কাজ করা কৃষকরা দ্রুত এসে খবর দিলে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিসের চৌগাছা সাব স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজদেশ/এসএএস