বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচার এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে একটি প্রতিবাদ মিছিল জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ শেষে বার কাউন্সিলের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ জেলার সভাপতি এ্যাড. দবির হোসেন, জেলা জজ আদালতের পিপি মশিউর রহমান, নারী ও শিশু আদালতের পিপি এ্যাড. ইশারত হোসেন খোকনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেই সাথে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে সারাদেশের দুর্নীতিবাজ সকল বিচারকদের অপসারণ করতে হবে। দেশের কোনো আদালতের বিচারকের চেয়ারে স্বৈরাচারের দোসরদের আর দেখতে চায় না দেশবাসী।
সবুজদেশ/এসইউ