দেবী চৌধুরাণী স্মরণে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা
রংপুরঃ
রংপুরের পীরগাছায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত বীরাঙ্গনা দেবী চৌধুরাণী স্মরণে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা।
শনিবার বিকেলে উপজেলার মকছুদ খাঁ গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৪০টি ঘোড়া অংশ নেয়। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু ঘোড় দৌড় দেখতে আসে।
প্রতিযোগিতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সওয়ারী রাব্বি মিয়া (১২) প্রথম স্থান অধিকার করে। প্রথম পুরস্কার হিসেবে তাকে একটি রঙ্গিন টেলিভিশন দেওয়া হয়। অন্য সওয়ারীদেরও সাত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।
ঘোড় দৌড় দেখতে আসা দর্শক প্রশান্ত কুমার মিশ্র ও লুৎফর রহমান বলেন, প্রতি বৎসর এখানে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য প্রতি বছর আমরা আসি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় খেলা দেখতে ভালো লাগে।
প্রথম স্থান অধিকারী সওয়ারী রাব্বি মিয়া বলেন, আমার বাপ-দাদারাও সওয়ারী ছিল। তাদের কাছ থেকে আমি শিখেছি। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এটা আমার নেশায় পরিণত হয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক ও কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মণ্ডল বলেন, দেবী চৌধুরাণীর স্মরণে তার নিজ গ্রাম মকছুদ খাঁয় প্রতি বছর ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারও একইভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।