ঢাকাঃ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন।  এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন নতুন আরও ৫১৫ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দেশে করোনা পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৫১৫ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন। আর নতুন ১৪ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৫৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন করোনা রোগী এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here