ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৫০ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৭৪২

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ২১৫ Time View

ঢাকাঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জনে।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৭ হাজার ৩৩৭ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৩ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ  ৯৮ হাজার ৪৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৪২৭ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২১৭ টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ২৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫ লাখ  ৬০ হাজার ৬৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :