দেশে করোনায় আরও ৬৩ প্রাণহানি, আক্রান্ত ৭ হাজারের বেশি
ঢাকাঃ
করোনাভাইরাসে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন মারা গেছেন। এই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন।
শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে আরও ৭ হাজার ৪৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯ হাজার ৫৮৪ জনে।
গত একদিনে সেরে উঠেছেন ৩ হাজার ৫১১ জন। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশের বেশি।
গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়।