ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে শ্যামল কুমার (২৮) নামের এক যুবককে আটক করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে শ্যামল কুমার (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি শ্যামল কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের রবিন কুমারের ছেলে। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ তাকে আটক করে। ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা বাংলাদেশ জার্নালকে জানান, শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ফেসবুক মারফত জানতে পারে শ্যামল কুমার তার ফেসবুক আইডিতে মুসলমানদের পবিত্র নগরী মক্কার ছবির উপর ফটোশপের মাধ্যমে হিন্দুদের দেবদেবীর ছবি জুড়ে তা ফেসবুকে প্রকাশ করে। এ ঘটনার পর রাত ৯ টার দিকে স্থানীয় শতাধিক যুবক শ্যামলের বাড়িতে যায়। তিনি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথে সাথে পুলিশকে জানান। এর পর পুলিশ শ্যামলকে রাতেই কালীগঞ্জ শহর থেকে আটক করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে শ্যামল কুমারকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে সাইবার ক্রাইম দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।