ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষকের ফাঁসির দাবিতে মাগুরা আদালতের সামনে ছাত্র-জনতা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে।

 

২৪ ঘণ্টার ভেতর শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়েছে মাগুরার ছাত্র-জনতা।

রোববার (৯ মার্চ) সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেয়।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে ধর্ষকরা পার পেয়ে গেছে বলেই এখন এমন দুঃসাহস দেখাচ্ছে ধর্ষকরা। ২৪ ঘণ্টার ভেতর দোষীদের ফাঁসি দিতে হবে অন্যথায় আমরা এখান থেকে যাব না।

প্রসঙ্গত, বুধবার রাতে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় শিশুটি।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

ধর্ষকের ফাঁসির দাবিতে মাগুরা আদালতের সামনে ছাত্র-জনতা

Update Time : ০১:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

২৪ ঘণ্টার ভেতর শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়েছে মাগুরার ছাত্র-জনতা।

রোববার (৯ মার্চ) সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেয়।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে ধর্ষকরা পার পেয়ে গেছে বলেই এখন এমন দুঃসাহস দেখাচ্ছে ধর্ষকরা। ২৪ ঘণ্টার ভেতর দোষীদের ফাঁসি দিতে হবে অন্যথায় আমরা এখান থেকে যাব না।

প্রসঙ্গত, বুধবার রাতে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় শিশুটি।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

সবুজদেশ/এসইউ