ধর্ষণের বিচারের দাবিতে যশোর জেলা প্রশাসক এর কাছে স্মারক লিপি প্রদান
যশোরঃ
সম্প্রতি যশোরে ঘটে যাওয়া ধর্ষণ ও গণধর্ষণের যথায়ত বিচার ও শাস্তির দাবীতে যশোর জেলা প্রশাসক এর কাছে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ৩ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেছে।
সোমবার বেলা ১২ টায় স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।
স্মারকলিপিতে ৩ দফা দাবিগুলো হচ্ছে (১) মণিরামপুর উপজেলাতে ধর্ষণে ১১ বছরের কিশোরী ধর্ষনের মামলা ও শার্শার গৃহবধূ গণধর্ষনের শিকার দুটি মামলার যথাযত তদন্ত করতে হবে। (২)শার্শা থানার মামলার অভিযোগকারী পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও তাকে বাদ দিয়েই মামলা রুজু হয়েছে। যা সুষ্ঠ তদন্ত সাপেক্ষ অভিযোগের আওতায় আনতে হবে। (৩) সকল মামলার সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক অর্চনা বিশ্বাসের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জন উদ্যোগ যশোরের আহ্বায়ক নাজির আহমদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির যশোরের সভাপতি ইকবাল কবির জাহিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন যশোরের সভাপতি নাজিম উদ্দীন, সুরধনী সংগীত একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, লিগ্যাল এইড সম্পাদক এ্যাড.কামরুল নাহার কণা, সিপিবি যশোরের সভাপতি আবুল হোসেন, জয়তী সোসাইটি প্রশাসনিক সহকারী আব্দুল খালেক প্রমুখ।