নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে কিশোরের মরদেহ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন ইকবলের মার্কেটে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) অভয়নগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃত কিশোরের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
সবুজ নামের স্থানীয় একজন জানান, শুক্রবারে ঢাকার একটি ট্রেনে চড়ে অজ্ঞাত ওই কিশোরটি যশোরের নওয়াপাড়া রেলস্টেশনে আসে। পরে ঠিকানা জানতে চাইলে রংপুরে বাড়ি বলে জানায় ওই কিশোর।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শীতে জুবুথুবু অবস্থায় পড়ে থাকতে দেখে ওই কিশোর’কে। আনুমানিক বেলা ১২টার দিকে নিহত কিশোরটিকে দেখে ডাক চিৎকার করতে থাকে স্থানীয়রা। পরে দুপুর ২টার সময় অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম।
সবুজদেশ/এসইউ