ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 

নড়াইলের নড়াগাতী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে থানা এলাকার গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন – লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে মো. হাসিব শেখ (৩২) এবং মল্লিকপুর গ্রামের মৃত মোকসেদ মৃধার ছেলে ইকরাম মৃধা (৫০)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদ করিম সঙ্গীও ফোর্সসহ থানা এলাকার গৌরীপুর বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ

নড়াইলে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৭:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

নড়াইলের নড়াগাতী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে থানা এলাকার গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন – লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে মো. হাসিব শেখ (৩২) এবং মল্লিকপুর গ্রামের মৃত মোকসেদ মৃধার ছেলে ইকরাম মৃধা (৫০)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদ করিম সঙ্গীও ফোর্সসহ থানা এলাকার গৌরীপুর বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশ থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ