ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে।

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে মোসা. আয়শা খনম (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামের পাশে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, মৃত আয়শার মা ও বাবা উভয় সৌদি প্রবাসী। ছোট বেলা থেকে সে পাঁচুড়িয়া গ্রামে তার খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে লালিত পালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সে খোলার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। পরে সে নদীর পানিতে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

নড়াইলে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

Update Time : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে মোসা. আয়শা খনম (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামের পাশে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, মৃত আয়শার মা ও বাবা উভয় সৌদি প্রবাসী। ছোট বেলা থেকে সে পাঁচুড়িয়া গ্রামে তার খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে লালিত পালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সে খোলার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। পরে সে নদীর পানিতে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সবুজদেশ/এসইউ