ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে নবগঙ্গা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে আয়েশা খানম ( ৯) নামে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ২ টার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রাম সংলগ্ন নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা খানম ঢাকার কিশোরগঞ্জের প্রবাসী মো. রফিকুল আলমের মেয়ে। সে দীর্ঘদিন ধরে লোহাগড়ার পাঁচুড়িয়া গ্রামে তার খালার বাড়ি থেকে লেখাপড়া করে আসছিল এবং সে স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, দুপুরের দিকে আয়েশাসহ একদল শিশু-কিশোর বাড়ি সংলগ্ন নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার কাটতে গিয়ে আয়েশা পানিতে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের মানুষজন মুমূর্ষ অবস্থায় নদী থেকে আহত আয়েশাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

নড়াইলে নবগঙ্গা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৯:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে আয়েশা খানম ( ৯) নামে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ২ টার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রাম সংলগ্ন নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা খানম ঢাকার কিশোরগঞ্জের প্রবাসী মো. রফিকুল আলমের মেয়ে। সে দীর্ঘদিন ধরে লোহাগড়ার পাঁচুড়িয়া গ্রামে তার খালার বাড়ি থেকে লেখাপড়া করে আসছিল এবং সে স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, দুপুরের দিকে আয়েশাসহ একদল শিশু-কিশোর বাড়ি সংলগ্ন নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার কাটতে গিয়ে আয়েশা পানিতে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের মানুষজন মুমূর্ষ অবস্থায় নদী থেকে আহত আয়েশাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবুজদেশ/এসইউ