ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে নানা বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

নড়াইলের লোহাগড়ায় ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফাতেমা সিদ্দিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু ফাতেমা একই ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফাতেমা তার মায়ের সাথে জয়পুর ইউনিয়নের চোরখালি নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্যার বাড়িতে বেড়াতে যায়। এদিন দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে পুকুরের পানিতে ভাঁসতে দেখে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সবুজদেশ/এসইউ

নড়াইলে নানা বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৮:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

 

নড়াইলের লোহাগড়ায় ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফাতেমা সিদ্দিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু ফাতেমা একই ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফাতেমা তার মায়ের সাথে জয়পুর ইউনিয়নের চোরখালি নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্যার বাড়িতে বেড়াতে যায়। এদিন দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে পুকুরের পানিতে ভাঁসতে দেখে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সবুজদেশ/এসইউ