ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৪

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে।

 

নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালের দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া। এ ঘটনার পর সদর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সবুজ সরদার, নড়াইল পৌরসভার ৭ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল মোল্যা ও সদর উপজেলা তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনার ফাঁসি, তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ binjaitoto ছাত্রলীগের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গত ৪ আগস্টে নড়াইলে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৪

Update Time : ০৭:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

 

নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালের দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া। এ ঘটনার পর সদর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সবুজ সরদার, নড়াইল পৌরসভার ৭ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল মোল্যা ও সদর উপজেলা তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনার ফাঁসি, তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ binjaitoto ছাত্রলীগের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গত ৪ আগস্টে নড়াইলে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সবুজদেশ/এসইউ