নড়াইল সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলার বুড়িখালি এলাকার যশোর-নড়াইল-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে পিকআপে থাকা, রমজান, রাসেল, রাহাত এবং প্রাইভেটকারে থাকা সালাম শেখ আবুব বক্কর ও মিরাজ খান গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মুরগি বোঝাই পিকআপটি ঢাকাতে গিয়ে মুরগি নামিয়ে দিয়ে আবারও মুরগি আনার উদ্দেশে যশোরের চৌগাছা যাচ্ছিল প্রতিমধ্যে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিকের লোহাগড়া অভিমুখে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। এতে পিকআপে থাকা ৫ জনের মধ্যে ৩ জন এবং প্রাইভেটকারে থাকা ৩ জন গুরুতর আহত হয়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ বলেন, খবর পেয়ে আমিসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় পতিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এঘটনা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সবুজদেশ/এসইউ