নড়াইলে মাদকসহ যুবক গ্রেফতার
নড়াইল সদর উপজেলায় চার বোতল মদসহ বাঁধন বিশ্বাস (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে সদর পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল সদর পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায়। এ সময় বাঁধন বিশ্বাস নামে ওই যুবককে চার বোতল মদসহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়।
সবুজদেশ/এসইউ