ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে যুবককে কুপিয়ে জখম

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে।

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাহেব আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটের গেটের সামনে থেকে ওই যুবককে কুপিয়ে জখম করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।

আহত যুবক সাহেব আলী লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে।

আহত যুবকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে সাহেব আলী নামে ওই যুবক লোহাগড়া উপজেলার রামপুর পিকনিক স্পট গেটের সামনে অবস্থান করছিলো। এসময় একদল দুর্বৃত্ত ওই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশংকাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

নড়াইলে যুবককে কুপিয়ে জখম

Update Time : ১০:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাহেব আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটের গেটের সামনে থেকে ওই যুবককে কুপিয়ে জখম করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।

আহত যুবক সাহেব আলী লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে।

আহত যুবকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে সাহেব আলী নামে ওই যুবক লোহাগড়া উপজেলার রামপুর পিকনিক স্পট গেটের সামনে অবস্থান করছিলো। এসময় একদল দুর্বৃত্ত ওই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশংকাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়া হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সবুজদেশ/এসইউ