নড়াইলে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
নড়াইলে জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে হত্যার ঘটনায় দুজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অপরজনকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর মৃত আরশাদ আলীর ছেলে মো. ফারুক হোসেন খান ও পিরোজপুরের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম।
এছাড়া সাত বছরের কারাদণ্ড পাওয়া আসামি হলেন ঢাকার মৃত আবু জাফর ইকবালের ছেলে মো. সাজ্জাদ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজে সুকানি মো. সাব্বির হোসেন অন্যদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে সাব্বিরকে তার সহকর্মী আসামিরা রাতের কোনো এক সময় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যান। পরবর্তীতে ৩ অক্টোবর মরদেহ শনাক্ত করে মো. মহিদুল ইসলাম ওই বছরের ৪ অক্টোবর নড়াগাতি থানায় হত্যা মামলা করেন।
এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২ ও আসামি পক্ষের দুজনের সাক্ষ্যগ্রহণ হয়। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক এ আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিরোজপুরের মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলামকে খালাস দেন আদালত।
সবুজদেশ/এসইউ