ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রেমে শ্রাবন্তী!

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

শ্রাবন্তীর জীবনে রোশান এখন অতীত। তৃতীয় স্বামীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না হলেও গত বছর অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন দুজনে। এর মাঝেই জোর গুঞ্জন শ্রাবন্তীর জীবনে নাকি ফের ‘বসন্ত এসে গেছে’। নতুন করে প্রেমে পড়েছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া টলিগঞ্জের এই তারকা।

বাইপাসের ধারে যে বহুতলে থাকেন শ্রাবন্তী, সেই আরবানারই বাসিন্দা শ্রাবন্তীর ভালোবাসার মানুষ। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী। তার কাছের মানুষরা একথা ভালোভাবেই জানেন, মন দিতে দেরি করেন না শ্রাবন্তী। তাই এক মাস বেশ লম্বা সময় তার কাছে।

একটি বেকারি সংস্থার মালিক অভিরূপ, সোশ্যাল মিডিয়া পেজেও তেমনই লেখা রয়েছে। সূত্রের খবর, নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাকেও সম্প্রতি দু’জন সম্পর্কের একমাস পূর্তি ঘটা করে সেলিব্রেট করেছেন। ইনস্টাগ্রামে অভিরূপ ও শ্রাবন্তী একে অপরকে ফলোও করেন। যদিও শ্রাবন্তীর চর্চিত নতুন প্রেমিকের প্রোফাইলটি লক করা। এক আবাসনে থাকলেও দুজনে থাকেন পৃথক টাওয়ারে। হ্যালো-হাইয়ের মধ্যেই আটকে ছিল সম্পর্ক, তবে সম্প্রতি কাছাকাছি এসেছেন দুজনে। রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে ২০১৯ সালে রোশন সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েও টেকেনি নায়িকার।

শোনা যায়, রোশানের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অর্থনৈতিক কারণ লুকিয়ে আছে। শ্রাবন্তীর ঘনিষ্ঠমহলের মতে, অভিরূপের সঙ্গে নেহাত বন্ধুত্বের সম্পর্ক তার। এখন প্রেমে পড়বার সময় নেই শ্রাবন্তীর, পাশাপাশি তিনি এখনও আইনিভাবে রোশানের স্ত্রী। যদিও সাম্প্রতিক কিছু ঘটনা অন্য ইঙ্গিতই দিচ্ছে। এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী।

About Author Information
আপডেট সময় : ০৯:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
২৩১ Time View

নতুন প্রেমে শ্রাবন্তী!

আপডেট সময় : ০৯:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১

সবুজদেশ ডেস্কঃ

শ্রাবন্তীর জীবনে রোশান এখন অতীত। তৃতীয় স্বামীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না হলেও গত বছর অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন দুজনে। এর মাঝেই জোর গুঞ্জন শ্রাবন্তীর জীবনে নাকি ফের ‘বসন্ত এসে গেছে’। নতুন করে প্রেমে পড়েছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া টলিগঞ্জের এই তারকা।

বাইপাসের ধারে যে বহুতলে থাকেন শ্রাবন্তী, সেই আরবানারই বাসিন্দা শ্রাবন্তীর ভালোবাসার মানুষ। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী। তার কাছের মানুষরা একথা ভালোভাবেই জানেন, মন দিতে দেরি করেন না শ্রাবন্তী। তাই এক মাস বেশ লম্বা সময় তার কাছে।

একটি বেকারি সংস্থার মালিক অভিরূপ, সোশ্যাল মিডিয়া পেজেও তেমনই লেখা রয়েছে। সূত্রের খবর, নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাকেও সম্প্রতি দু’জন সম্পর্কের একমাস পূর্তি ঘটা করে সেলিব্রেট করেছেন। ইনস্টাগ্রামে অভিরূপ ও শ্রাবন্তী একে অপরকে ফলোও করেন। যদিও শ্রাবন্তীর চর্চিত নতুন প্রেমিকের প্রোফাইলটি লক করা। এক আবাসনে থাকলেও দুজনে থাকেন পৃথক টাওয়ারে। হ্যালো-হাইয়ের মধ্যেই আটকে ছিল সম্পর্ক, তবে সম্প্রতি কাছাকাছি এসেছেন দুজনে। রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে ২০১৯ সালে রোশন সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েও টেকেনি নায়িকার।

শোনা যায়, রোশানের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অর্থনৈতিক কারণ লুকিয়ে আছে। শ্রাবন্তীর ঘনিষ্ঠমহলের মতে, অভিরূপের সঙ্গে নেহাত বন্ধুত্বের সম্পর্ক তার। এখন প্রেমে পড়বার সময় নেই শ্রাবন্তীর, পাশাপাশি তিনি এখনও আইনিভাবে রোশানের স্ত্রী। যদিও সাম্প্রতিক কিছু ঘটনা অন্য ইঙ্গিতই দিচ্ছে। এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী।