বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শিগগিরই তার ফেরার তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া খুব শিগগিরই দুইশো আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেওয়া হবে বলেও জানিয়েছেন মি.আহমদ।
আগামী নির্বাচনে দলটির প্রস্তুতি, জোটবদ্ধ হয়ে নির্বাচনের পরিকল্পনা, গণভোট এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনসহ বিভিন্ন বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন দলটির সিনিয়র এই নেতা।
বিবিসি বাংলাকে সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট করার পরিকল্পনাও রয়েছে দলটির।
তিনি বলছেন, অতীতে আন্দোলনের সময় যেসব দল বিএনপির সঙ্গে যুগপৎভাবে অংশ নিয়েছে, তাদেরকে জোট শরিক হিসেবে সাথে রাখতে চায় তারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান মি. আহমদ।
নির্বাচনে জোট করলেও দলীয় প্রতীকে ভোটে লড়তে হবে, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে আনা এই পরিবর্তনটি সংশোধন করতে বিএনপি সরকারকে চিঠি দেবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া গণভোট ইস্যুতে সরকার ও বিএনপি টালবাহানা করছে, জামায়াতে ইসলামীর এমন বক্তব্যেরও জবাব দেন মি. আহমদ। তার মতে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করাই যৌক্তিক হবে।
“অনেককে বলতে শুনছি গণভোটে আমরা জবরদস্তি রাজি হয়েছি, কিন্তু সেটা তো না বরং আমাদের প্রস্তাবেই বাকি সবাই গণভোটে রাজি হয়েছে,” বলেও দাবি করেন মি. আহমেদ।
সবুজদেশ/এসএএস
বিবিসি বাংলা: 



















