ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

  • Reporter Name
  • Update Time : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ১৯৮ Time View

সবুজদেশ ডেস্কঃ

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পর্দা নামবে ১৪ নভেম্বর। ফাইনালের মাত্র চারদিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের পর টাইগারদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবেন বাবর আজমরা।

২০১৬ এশিয়া কাপের পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরেরটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটা অবশ্য হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে পরের ম্যাচ দুইটি।

২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Tag :