ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশে তারুণ্য জোয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে নয়াপল্টন এলাকায় সরজমিনে দেখা যায়, বেলা ৩টায় সমাবেশ শুরু হবার কথা থাকলেও দুপুরের আগেই নয়াপল্টন ও আশ পাশের এলাকায় কানায় পূর্ণ হয়ে গেছে।

জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

সমাবেশে তরুণ সমাজের বিশেষ বার্তা নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

সবুজদেশ/এসইউ

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ

Update Time : ০১:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশে তারুণ্য জোয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে নয়াপল্টন এলাকায় সরজমিনে দেখা যায়, বেলা ৩টায় সমাবেশ শুরু হবার কথা থাকলেও দুপুরের আগেই নয়াপল্টন ও আশ পাশের এলাকায় কানায় পূর্ণ হয়ে গেছে।

জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

সমাবেশে তরুণ সমাজের বিশেষ বার্তা নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

সবুজদেশ/এসইউ