ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ডাকাত দলের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ৪০

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৩ Time View

সবুজদেশ ডেস্কঃ

নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

কাস্টিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ জানান, একটি সশস্ত্র ডাকাত দল বৃহস্পতিবার বাকোরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী ওই বন্দুকধারীদের খুঁজতে জঙ্গলে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অশঙ্কাজনক।

দস্যুদের শাস্তি দেওয়ার বিষয়ে ইসাহ বলেন, “অভিযুক্তদের শাস্তির মুখোমুখি করতে একটি যৌথ অভিযান চলছে।”

কাস্টিনা সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেন, “আমরা গ্রামবাসীদের আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছি। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।”

Tag :