নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু
খুলনাঃ
খুলনায় সালমান শাহ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে (সালমান শাহ) নগরীর নতুন বাজার চর এলাকার বাসিন্দা আলমগীর খার ছেলে। সোমবার রাত ৮টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণের মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সালমান শাহ পলাকত রয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আসলাম বাহার বুলবুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সালমান শাহ নগরীর নতুন বাজার ওয়াপদা স্কুল গলি এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসা এক শিশুকে মোকছেদ গলির স্বপন-রিপনের অটো গ্যারেজে নিয়ে একটা ইজিবাইকের মধ্যে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আজ (মঙ্গলবার) সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত সালমান শাহ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।