ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ১

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে।

 

খুলনায় নিখোঁজের তিন দিন পর জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামের একজনকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। নিহত জিসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বিকেলে নিখোঁজ হয় শিশু জিসান। এ ঘটনায় জিসানের বাবা আলমগীর হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্তে নেমে ফয়সাল নামের আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জিসানকে হত্যার কথা স্বীকার করেছেন।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহিন শিশু বলেন, ‘‘সিসিটিভি ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে সর্বশেষ ঘোরাফেরা করতে দেখা যায়। এর সূত্র ধরে ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জিসানকে হত্যার পর লাশ নিজ বাড়ির উঠানে বস্তাবন্দী করে পুতে রাখার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া বর্ণনা অনুযায়ী লাশ উদ্ধার করা হয়েছে। তবে, হত্যার কারণ এখনো জানা যায়নি।’’

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ১

Update Time : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

 

খুলনায় নিখোঁজের তিন দিন পর জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামের একজনকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। নিহত জিসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বিকেলে নিখোঁজ হয় শিশু জিসান। এ ঘটনায় জিসানের বাবা আলমগীর হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্তে নেমে ফয়সাল নামের আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জিসানকে হত্যার কথা স্বীকার করেছেন।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহিন শিশু বলেন, ‘‘সিসিটিভি ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে সর্বশেষ ঘোরাফেরা করতে দেখা যায়। এর সূত্র ধরে ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জিসানকে হত্যার পর লাশ নিজ বাড়ির উঠানে বস্তাবন্দী করে পুতে রাখার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া বর্ণনা অনুযায়ী লাশ উদ্ধার করা হয়েছে। তবে, হত্যার কারণ এখনো জানা যায়নি।’’

সবুজদেশ/এসএএস