মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবির জানায়। তাছাড়া হানিফ পরিবহনের বাস কর্মচারীদের দ্বারা ছাত্র সাইদুর রহমান (পায়েল) হত্যা এবং গত রবিবার ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাস চালকদের শাস্তির দাবিও জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন স্বাধীন বলেন, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যাই বেশি। এ গাড়িগুলোর অধিকাংশ চালক ১৫-১৬ বছরের যুবক। তাদের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, নেই ড্রাইভিং লাইসেন্স। এমন অবস্থায় তাদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে খালি হচ্ছে অনেক মায়ের কোল।

মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, বাসের ড্রাইভার, কর্মচারীদের নির্দিষ্ট বেতন দেয়া হয় না। তাদেরকে দিনের ১৫-১৬ ঘন্টা কাটাতে হয় বাসে। তাই তারা বেপরোয়া হয়ে উঠে।

হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে জাবি কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ মন্ডল বলেন, আমাদের দেশের অধিকাংশ গাড়ি চালকদের নেই কোনো প্রশিক্ষণ, নেই ড্রাইভিং লাইসেন্সও। যার ফলে তারা গাড়ি চালায় বেপরোয়াভাবে। যার বলি হয় সাধারণ মানুষ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here