নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহের কালীগঞ্জ শাখার পক্ষ থেকে সড়ক দূঘটনা রোধে করণীয় ভারপ্রাপ্ত পৌর মেয়র বই উপহার
বিশেষ প্রতিনিধি (শিপলু জামান )ঃ সড়ক দূঘটনা রোধে করনীয় সম্মিলিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহের কালীগঞ্জ শাখার পক্ষ থেকে পৌর সভার ভারপ্রাপ্ত মেয়রকে বই উপহার দেওয়া হয় । গতকাল সকালে মধূগঞ্জবাজারের পৌর মেয়র অফিস কক্ষে কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফকে বেশ কযেকটি বই উপহার দেন নিসচা কালীগঞ্জ শাখার আহবায়ক শিপলু জামান । এ সময় উপস্তিত ছিলেন সদস্য সচিব আশিকুর রহমান সোহাগ , যুগ্ন আহবায়ক মিশন আলী, নির্বাহী সদস্য রাজু আহমেদসহ নেতৃবৃন্দ । পৌর মেয়র আশরাফুল আলম বলেন, সড়ক দূর্ঘটনা রোধকরার জন্য ও জনসাধারনের সচেতন হতে হবে । আইন মেনে সড়কে যানবাহন চলাচল করতে হবে ।