জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার শেষ কার্য অধিবেশনে জেলার নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ডিসি মহোদয়দের বলেছি, আগামীতে নির্বাচন আসছে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করলেই শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে।
“তাদেরকে (ডিসি) আহ্বান করেছি, একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য তাদের দায়িত্বটা তারা যেন সঠিক সময়ে সঠিকভাবে পালন করেন।”
কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকার বিষয়টি নিয়েও অধিবেশনে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা (সাংবাদিক) জানেন, জঙ্গির পর মাদকের ভয়াবহতা বৃদ্ধি পায়। সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় বন্দির সংখ্যা বেড়ে যায়।”
মাদক ঠেকাতে জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়াতে বলা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসকরা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা বলেছেন।
“তাদের বলে,ছি সীমান্তে সড়ক নির্মাণ ও আরও নজরদারির বাড়ানোর কথা ভাবছে সরকার,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিসি-এসপিদের সমন্বয়হীনতা নিয়ে কোনো কথা এসেছে কি না- জানতে চাইলে আসাদুজ্জামান কামাল বলেন, “না, না, এই ধরনের কোনো কথা আসেনি।”