ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিস্তব্ধ শহর কালীগঞ্জ, জনসমাগম ঠেকাতে মাঠে পুলিশ

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে বারবাজার যাবেন বলে মেইন বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের জন্য দাঁড়িয়ে ছিলেন শামছুল নামে এক যাত্রী। তিনি বলেন, হরতাল-অবরোধেও রাস্তা এমন ফাঁকা দেখা যায় না। আল্লাহ কি ভাইরাস যে দুনিয়ায় দিলো। বাজার-ঘাট সব বন্ধ হয়ে গেছে।

নিস্তব্ধ শহরে পরিণত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ শহর। জন সমাগত ঠেকাতে কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম শহরে অভিযান চালিয়ে জন সমাগম সরিয়ে দিচ্ছেন।

বিশ্বে করোনা ভাইরাসে টালমাটাল। কোন কোন দেশ লকডাউন ছাড়াও জরুরী অবস্থা জারি করা হয়েছে। লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মহামারী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন হাজার হাজার। এ অবস্থায় বাংলাদেশেও আজ থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে। জন সমাগম কমাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সরেজমিন কালীগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, ওষুধের দোকান ছাড়া কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়নি। শহর থেকে কোন দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। জরুরি পন্য সরবরাহের জন্য কিছু ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানিয়েছেন, কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি কিছু ক্রয়ের জন্য বাইরে আসতে পারবেন। একসাথে দুইজন বাইরে ঘুরতে পারবেন না। কোন কিছু ক্রয়ের সময় অন্তত পাঁচ হাত দূরে থাকুন। এটা লকডাউন নয়, সীমিত চলাচল।

এদিকে, শহরে ইজিবাইক, রিক্সা, সিএনজিসহ ছোট-বড় যানবাহন চলাচল না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, খাদ্যপন্য বিক্রি ও অন্যান্য জরুরি সেবা ও পন্য সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

About Author Information
আপডেট সময় : ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
১২০০ Time View

নিস্তব্ধ শহর কালীগঞ্জ, জনসমাগম ঠেকাতে মাঠে পুলিশ

আপডেট সময় : ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে বারবাজার যাবেন বলে মেইন বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের জন্য দাঁড়িয়ে ছিলেন শামছুল নামে এক যাত্রী। তিনি বলেন, হরতাল-অবরোধেও রাস্তা এমন ফাঁকা দেখা যায় না। আল্লাহ কি ভাইরাস যে দুনিয়ায় দিলো। বাজার-ঘাট সব বন্ধ হয়ে গেছে।

নিস্তব্ধ শহরে পরিণত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ শহর। জন সমাগত ঠেকাতে কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম শহরে অভিযান চালিয়ে জন সমাগম সরিয়ে দিচ্ছেন।

বিশ্বে করোনা ভাইরাসে টালমাটাল। কোন কোন দেশ লকডাউন ছাড়াও জরুরী অবস্থা জারি করা হয়েছে। লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মহামারী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন হাজার হাজার। এ অবস্থায় বাংলাদেশেও আজ থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে। জন সমাগম কমাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সরেজমিন কালীগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, ওষুধের দোকান ছাড়া কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়নি। শহর থেকে কোন দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। জরুরি পন্য সরবরাহের জন্য কিছু ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানিয়েছেন, কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি কিছু ক্রয়ের জন্য বাইরে আসতে পারবেন। একসাথে দুইজন বাইরে ঘুরতে পারবেন না। কোন কিছু ক্রয়ের সময় অন্তত পাঁচ হাত দূরে থাকুন। এটা লকডাউন নয়, সীমিত চলাচল।

এদিকে, শহরে ইজিবাইক, রিক্সা, সিএনজিসহ ছোট-বড় যানবাহন চলাচল না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, খাদ্যপন্য বিক্রি ও অন্যান্য জরুরি সেবা ও পন্য সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।