ঢাকাঃ

প্রথম ম্যাচ জয়ে আগেই এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে নেপালকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল। 

কিন্তু অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি। দুই ম্যাচের সিরিজে ১-০তে ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে নেপাল-বাংলাদেশ।

তবে এ ম্যাচ চলা অবস্থায় জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার জন্য হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

রেফারিরা এসে ওই দর্শককে মাঠ থেকে বের হতে অনুরোধ করলেও তিনি পকেট থেকে মোবাইল নিয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।

সেই মুহূর্তে মাঠের বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে ওই দর্শককে টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করে দেন। খেলার ৭২ মিনিটে এমন ঘটনা ঘটে। 

এর আগে মিরপুর শেরেবাংলায় ক্রিকেট ম্যাচে মাশরাফির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত।

মঙ্গলবার সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালকে হোয়াইটওয়াশ করার টার্গেটে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ দল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here