ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নৌকার পক্ষে কাজ করুন : তাজ

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে তা বরদাশত করা হবে না। আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারে অনেক সদস্য। এই পরিবারের নিয়ম-শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি গতকাল গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়ি দরদরিয়া এলাকায় নেতা-কর্মীদের উদ্দেশে এ কথাগুলো বলেন। সোহেল তাজ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করব। তিনি তার মেজো বোন সিমিন হোসেন রিমিকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমার পরিবার থেকে আমার আম্মা এবং আমার বাবার পক্ষ থেকে আমরা দলের শৃঙ্খলা ঠিক রেখে রাজনীতি করার শিক্ষা পেয়েছি। তিনি আরও বলেন, তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেননি এবং দেশের জনগণের সঙ্গেও কোনো বেইমানি করেননি, নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আগামী নির্বাচনে তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির সঙ্গে থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান করেন। এর আগে সোহেল তাজ তার গ্রামের বাড়ির আশপাশের মুরব্বিদের খোঁজ-খবর নেন এবং বলেন, আমি আছি থাকব আপনাদেরই সন্তান হিসেবে। এ সময় উপস্থিত ছিলেন সোহেল তাজের বড় বোন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আ. কাইয়ুম ভূঁইয়াসহ সাধারণ মানুষ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।

About Author Information
আপডেট সময় : ০২:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
৬৭৩ Time View

নৌকার পক্ষে কাজ করুন : তাজ

আপডেট সময় : ০২:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে তা বরদাশত করা হবে না। আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারে অনেক সদস্য। এই পরিবারের নিয়ম-শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি গতকাল গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়ি দরদরিয়া এলাকায় নেতা-কর্মীদের উদ্দেশে এ কথাগুলো বলেন। সোহেল তাজ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করব। তিনি তার মেজো বোন সিমিন হোসেন রিমিকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমার পরিবার থেকে আমার আম্মা এবং আমার বাবার পক্ষ থেকে আমরা দলের শৃঙ্খলা ঠিক রেখে রাজনীতি করার শিক্ষা পেয়েছি। তিনি আরও বলেন, তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেননি এবং দেশের জনগণের সঙ্গেও কোনো বেইমানি করেননি, নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আগামী নির্বাচনে তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির সঙ্গে থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান করেন। এর আগে সোহেল তাজ তার গ্রামের বাড়ির আশপাশের মুরব্বিদের খোঁজ-খবর নেন এবং বলেন, আমি আছি থাকব আপনাদেরই সন্তান হিসেবে। এ সময় উপস্থিত ছিলেন সোহেল তাজের বড় বোন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আ. কাইয়ুম ভূঁইয়াসহ সাধারণ মানুষ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।