সবুজদেশ ডেক্সঃ বাংলাদেশ ন্যাশন্যাল ডিফেন্স কোর্স (এনডিসি) ১ খুলনা গ্রুপ (জিপি৩) ৩২সদস্যের প্রতিনিধি দল রোববার বিকালে বেনাপোল বন্দর কাষ্টম ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষানবিশ ও প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা অভিজ্ঞতা সঞ্চয়ে এই পরিদর্শন ও পর্যবেক্ষন করেন বলে জানান সংশ্লিষ্টরা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আয়ুব চৌধুরী (পিবিজিএম্এস) পিএসসির নেতৃত্বে ৩২ সদস্যের টিমে বাংলাদেশ ভারত, নেপাল, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা ও নাইজেরিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দলটি বেনাপোল নোম্যান্সল্যান্ডে বিজিবি বিএসএফের রিট্রেট শিরোমনি উপভোগ করেন। এসময় পাসপোর্ট যাত্রীদের সাথে কথা বলেন তারা। সীমান্তের চেকপোষ্ট বাইপাস সড়ক সহ নিরাপত্তা চৌকিও ঘুরে দেখেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মো: ছদরুল আলম পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন পিএসসি, আবু বক্কর সিদ্দিক খান, মাসুদুর রহমান, এ এন এম মজ্ঞুরুল হক মজুমদার, কায়সার হাসান মালেক, জেনারেল সেক্রেটারী মো: অহিদুজামান, সানজিদা সোবহান, রাজেত মোহান ভিএমপি, ইব্রাহিম সাদ আল সাদ্মান,মিসেল ইসফারেন, মিসাইল ইআইটি-আল বাহেরম, ব্রিগেডিয়ার জেনারেল-সাদারসিং সফেল,এসএম উবা, ক্যাপ্টেন সানডে উছমান বিলু, নেভিলিন আমারা-আল্লান হিরটন, লে: কর্নেল কামরুল ইসলাম, বিজিবি, মেজর মো: আশাফুল দৌল্লা পিএসসি প্রমুখ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: সেলিম রেজা জানান, দলটির সদস্যরা বেনাপোলের আমদানি রফতানি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘুরে ফিরে দেখেন। এটি রুটিন মাফিক পরিদর্শন বলেও জানান তিনি। চেকপোষ্টে ৪০ বিজিবি বাটলিয়নের কর্মকর্তারা অভ্যাগতদের উষœ অভ্যার্থনা ও আপ্যায়ন করেন। এসময় শত শত পাসপোর্ট যাত্রীসহ স্থানীয়রা দলটিকে স্বাগত জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here