নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ সরকারী কেসি কলেজর সভাপতির পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছেন রেজোয়ানুল হক রিপন। বুধবার(১২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি নিজের ফেসবুক ওয়ালে আপলোড করেছেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ সরকারী কেসি কলেজ শাখার সভাপতির পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যহতি নিলাম। আমি ও আমার সাধারণ সম্পাদকের বয়স না থাকায় এবং আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি আরো উল্লেখ করেন, ২০১৩ সালের ২৯ জুলায় থেকে ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন কমিটির দায়িত্ব পালন করলেও বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে আমার কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। আমি সেই সব পদ বঞ্চিত কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি।
মানুষ ভুলত্রুটির উর্দ্ধে নয়, সমস্ত ভুলত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। বিন্দু মাত্র সফলতা থাকলে সেটাও আমার পদ বঞ্চিত নেতাকর্মীদের জন্য উৎসর্গ করলাম এবং সকল ব্যর্থতা নিজের কাধে নিয়ে নিলাম।