পরিত্যক্ত মাটির দেওয়াল চাপায় শিশুর মৃত্যু
খুলনাঃ
খুলনার ডুমুরিয়ায় পরিত্যক্ত মাটির দেওয়াল চাপায় মোঃ মাহিম শেখ নামে চৌদ্দ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার শিশুটি মারা যায়।
সে ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা মোঃ হেলাল শেখের ছেলে।
মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল জানায় , মঙ্গলবার সকালে পিতা মোঃ হেলাল শেখ বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত ঘরের পাশে উঠানে বসেছিলেন। সকাল ১০টার দিকে মাহিম শেখ ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে পিতার কাছে যাওয়ার সময় (রাতের বৃষ্টির পানিতে পরিত্যক্ত ঘরের দেওয়াল ভিজে যায়) হঠাৎ করে ভেঙে পড়লে সে দেওয়ালের তলে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া দেওয়াল চাপায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।