ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবারসহ ইফতারের ছবি দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মিম

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পথচলা শুরু করে মিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় একজন তারকা হিসেবে। বর্তমানে তিনি সিনেমাতেই মনযোগ দিয়েছেন৷ কাজ করে যাচ্ছেন আপন মনে৷

পর্দার বাইরের মিমও বেশ মিশুক আর চমৎকার মনের মেয়ে হিসেবে সমাদৃত৷ তার বিনয় ও ব্যবহারের প্রশংসা সবখানে৷ শোবিজ সামলে তিনি পরিবারকে সময় দেন নিয়মিত। প্রায়ই দেখা যায় মা, বাবা ও বোনকে নিয়ে নানা আয়োজনে।

এবার তিনি সপরিবারে সামিল হলেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে৷ আজ ১৪ এপ্রিল প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করে দিলেন সম্প্রীতির বার্তাও৷ ধর্মের ভেদাভেদ ভুলে মিম যেন সবাই মিলেমিশে গড়ে তোলা অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রটাই তুলে ধরতে চাইলেন৷

আজ ইফতারের পর ফেসবুকে ছবি পোস্ট করেছেন৷ বাবা, মা, বোন ও এক আত্মীয়ার সঙ্গে দেখা গেছে মিমকে। টেবিলে তারা বসেছেন বাহারি খাবারে ইফতার সাজিয়ে৷ আছ ফল, জুস, মুড়ি, বেগুনী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম রমজানের ইফতার’।

মাত্র আধা ঘণ্টার মধ্যেই ছবিতে লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি৷ অনেকে মিমের অসাম্প্রদায়িক চেতনার প্রশংসাও করছেন ছবির নিচে মন্তব্যের ঘরে।

Tag :

পরিবারসহ ইফতারের ছবি দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মিম

Update Time : ০৮:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

সবুজদেশ ডেস্কঃ

লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পথচলা শুরু করে মিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় একজন তারকা হিসেবে। বর্তমানে তিনি সিনেমাতেই মনযোগ দিয়েছেন৷ কাজ করে যাচ্ছেন আপন মনে৷

পর্দার বাইরের মিমও বেশ মিশুক আর চমৎকার মনের মেয়ে হিসেবে সমাদৃত৷ তার বিনয় ও ব্যবহারের প্রশংসা সবখানে৷ শোবিজ সামলে তিনি পরিবারকে সময় দেন নিয়মিত। প্রায়ই দেখা যায় মা, বাবা ও বোনকে নিয়ে নানা আয়োজনে।

এবার তিনি সপরিবারে সামিল হলেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে৷ আজ ১৪ এপ্রিল প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করে দিলেন সম্প্রীতির বার্তাও৷ ধর্মের ভেদাভেদ ভুলে মিম যেন সবাই মিলেমিশে গড়ে তোলা অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রটাই তুলে ধরতে চাইলেন৷

আজ ইফতারের পর ফেসবুকে ছবি পোস্ট করেছেন৷ বাবা, মা, বোন ও এক আত্মীয়ার সঙ্গে দেখা গেছে মিমকে। টেবিলে তারা বসেছেন বাহারি খাবারে ইফতার সাজিয়ে৷ আছ ফল, জুস, মুড়ি, বেগুনী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম রমজানের ইফতার’।

মাত্র আধা ঘণ্টার মধ্যেই ছবিতে লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি৷ অনেকে মিমের অসাম্প্রদায়িক চেতনার প্রশংসাও করছেন ছবির নিচে মন্তব্যের ঘরে।