পাঁচ বছর পর যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার
যশোরঃ
পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারী।
জেলা আওয়ামী লীগের এ সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ করতে জেলা কমিটির পাশাপাশি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্মেলনকে ঘিরে জেলা ব্যাপী চলছে ব্যাপক প্রচার- প্রচারণাও। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ হয়েছে শতাধিক তোরণ।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য পীযূষ কান্তি ভট্রাচার্য্য। আরো উপস্থিত থাকবেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি), যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি), সদস্য এস এম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা । আমন্ত্রিত অথিথি শেখ হেলাল উদ্দিন (এমপি), বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা (এমপি) ।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে বর্তমান সভাপতি শহিদুল ইসলাম মিলন ,সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, সাবেক পৌর মেয়র কামরুজ্জামান চুন্নু ও যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব. ডা.নাসির উদ্দিন প্রার্থী হতে চান।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রায়হান, যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা দলের নেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে কর্মী সমর্থকদের দাবি।
জেলা আওয়ামী লীগের এ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্মেলন হবে বলে আশাবাদী। নেতৃত্ব নির্বাচনে নেত্রীর সিদ্ধান্তই মেনে নেওয়া হবে।