ঢাকাঃ

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরজন্য মানতে হবে পাঁচটি শর্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী ভর্তি কার্যক্রম হবে লটারির মাধ্যমে।

ভর্তির এই বিজ্ঞপ্তি আজ শনিবার জারি করেছে মাউশি। এতে আবেদনের তারিখ নিজেদের মতো ঠিক করবে প্রতিষ্ঠানগুলো। আর আবেদন ফি ধরা হয়েছে ১৫০ টাকা।

শর্তগুলো হচ্ছে- জনসমাগম এড়াতে লটারি প্রক্রিয়াটি ফেসবুকে লাইভে অথবা অন্য যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটি, বিদ্যালয়েরর ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here