ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ইটভাঙ্গা মেশিনের চাপায় মিস্ত্রির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

খুলনাঃ

খুলনার পাইকগাছা উপ‌জেলার গদাইপুর ইউ‌নিয়‌নে ইটভাঙ্গা মেশিনের চাপায় মিজানুর রহমান (৪০) নামে এক ‌মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি চেঁচুয়া গ্রামের বছির মিস্ত্রির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। র‌বিবার সকা‌ল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়,  উপ‌জেলার গদাইপুর ইউ‌নিয়নের চেঁচুয়া গ্রা‌মের মিজানুর রহমানসহ আ‌রো ৪ জন মে‌শিন নি‌য়ে পার্শ্বব‌র্তি বড়দলে ইট ভা‌ঙ্গতে যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে সকাল ১০ টার দি‌কে শাহাপাড়া বড়দল ব্রি‌জ থে‌কে নামার সময় ইট ভাঙ্গা মে‌শি‌নের ব্রেক ফেল কর‌লে গাড়ী‌টি উ‌ল্টে যায়। এসময় গাড়ির চাপায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ৪ জন পাইকগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

খুলনায় ইটভাঙ্গা মেশিনের চাপায় মিস্ত্রির মৃত্যু

Update Time : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

খুলনাঃ

খুলনার পাইকগাছা উপ‌জেলার গদাইপুর ইউ‌নিয়‌নে ইটভাঙ্গা মেশিনের চাপায় মিজানুর রহমান (৪০) নামে এক ‌মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি চেঁচুয়া গ্রামের বছির মিস্ত্রির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। র‌বিবার সকা‌ল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়,  উপ‌জেলার গদাইপুর ইউ‌নিয়নের চেঁচুয়া গ্রা‌মের মিজানুর রহমানসহ আ‌রো ৪ জন মে‌শিন নি‌য়ে পার্শ্বব‌র্তি বড়দলে ইট ভা‌ঙ্গতে যা‌চ্ছিল। প‌থিম‌ধ্যে সকাল ১০ টার দি‌কে শাহাপাড়া বড়দল ব্রি‌জ থে‌কে নামার সময় ইট ভাঙ্গা মে‌শি‌নের ব্রেক ফেল কর‌লে গাড়ী‌টি উ‌ল্টে যায়। এসময় গাড়ির চাপায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ৪ জন পাইকগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।