পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা
সবুজদেম ডেক্সঃধামরাইয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাছিরউদ্দিন নামের এক ব্যবসায়ীকে পেটের ভিতর কাচের ভাঙা বোতল ঢুকিয়ে দেয় আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের ইয়াকুব আলীর ছেলে চা বিক্রেতা নেদু মিয়া। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে নাছির উদ্দিন মারা যায়।
ঘটনাটি ঘটেছে বাউখন্ড গ্রামের খাসির মার্কেটের কাছে। নিহত নাছির একই উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। সে আমতা ইউনিয়নের বড় নারায়নপুর গ্রামে শ্বশুড় মৃত মোমরেজ হোসেনের বাড়িতে থেকে বিভিন্ন দোকানে মুদি মালামাল সরবরাহ করত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেদু মিয়ার (৩০) ভায়রা নাছির উদ্দিনের কাছে ১ থেকে দেড় হাজার টাকা পেত। সেই টাকা দাবি করে নেদু মিয়া। এ নিয়ে বৃহস্পতিবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে নেদু মিয়া কোমল পানীয় সেভেন আপের কাচের বোতল ভেঙে নাছিরের পেটে ঢুকিয়ে দেয়। এতে তার নারীভুরি বের হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মানিকগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় নাছির। নাছির ধামরাই উপজেলার জাতীয় যুব সংহতির সদস্য ছিল।
কাউয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন নেদু মিয়া চা বিক্রয়ের পাশাপাশি মাদক বিক্রয় ও সেবন করতো।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নাছির নামের এক ব্যক্তি হাসপাতালে নিহত হওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।