ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে।

 

আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

পাকিস্তান টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ৭ রানের মাথায় ফারজানা হক পিংকির উইকেট হারায়। তিনি মাত্র ২ রান করে ফেরেন। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১.৫ ওভারে বাংলাদেশের রান ছিল মাত্র ৩৫। দ্বাদশ ওভারের শেষ বলে শারমিন আক্তার আউট হন ১ চারে ১০ রান করে। তখন বেশ চাপে ছিল বাংলাদেশ।

তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মাঠে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন। তাতে চাপ থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। ১২ ওভারে যেখানে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৫, সেখানে ২৪.৪ ওভারে বেড়ে হয় ২ উইকেটে ৯৭। এই রানে অবশ্য জ্যোতি ফিরেন ৫টি চারে ২৩ রান করে।

এরপর উদ্বোধনী ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক। ও সোবহানা মোস্তারি অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ঝিলিক শেষ পর্যন্ত ৭৭ বল খেলে ৮টি চারে ৫৪ রান করেন। আর মোস্তারি ৬ চারে করেন ২৪ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৮ রান।

বল হাতে পাকিস্তানের ডায়ানা বেগ ৮ ওভারে ৩ মেডেনসহ ১৪ রানে ১টি, রামিন শামীম ৫ ওভারে ২৫ রানে ১টি ও ফাতিমা সানা ৮ ওভারে ১ মেডেনসহ ৩০ রানে ১টি উইকেট নেন।

সবুজদেশ/এসএএস

Tag :

নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন: আমির হামজা

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Update Time : ০৯:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

 

আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

পাকিস্তান টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ৭ রানের মাথায় ফারজানা হক পিংকির উইকেট হারায়। তিনি মাত্র ২ রান করে ফেরেন। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১.৫ ওভারে বাংলাদেশের রান ছিল মাত্র ৩৫। দ্বাদশ ওভারের শেষ বলে শারমিন আক্তার আউট হন ১ চারে ১০ রান করে। তখন বেশ চাপে ছিল বাংলাদেশ।

তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মাঠে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন। তাতে চাপ থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। ১২ ওভারে যেখানে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৫, সেখানে ২৪.৪ ওভারে বেড়ে হয় ২ উইকেটে ৯৭। এই রানে অবশ্য জ্যোতি ফিরেন ৫টি চারে ২৩ রান করে।

এরপর উদ্বোধনী ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক। ও সোবহানা মোস্তারি অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ঝিলিক শেষ পর্যন্ত ৭৭ বল খেলে ৮টি চারে ৫৪ রান করেন। আর মোস্তারি ৬ চারে করেন ২৪ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৮ রান।

বল হাতে পাকিস্তানের ডায়ানা বেগ ৮ ওভারে ৩ মেডেনসহ ১৪ রানে ১টি, রামিন শামীম ৫ ওভারে ২৫ রানে ১টি ও ফাতিমা সানা ৮ ওভারে ১ মেডেনসহ ৩০ রানে ১টি উইকেট নেন।

সবুজদেশ/এসএএস