পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সবুজদেশ ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাডিলেড ওভালের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে তারা।
ওপেনিং ব্যর্থতার পুরনো চিত্র এই ম্যাচেও ভুগিয়েছে বাংলাদেশকে। মাত্র ২১ রানেই লিটন দাসের মাধ্যমে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। লিটন মাত্র ১০ রানে ফেরেন। সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত`র দ্বিতীয় উইকেট জুটি বাংলাদেশের আশা দেখায়। এই জুটি দলের রান ৭৩ এ নিয়ে থামেন। রিভার্স সুইপ খেলতে গিয়ে সৌম্য উইকেট বিলিয়ে আসেন। তিনি ১৭ বলে ২০ রান করেন। তার বিদায়ের পর দলীয় অধিনায়ক সাকিব আল হাসান ক্রিজে এসে টিকতে পারেননি। তিনি শাদাবের বলে এলবিডব্লিউ-র ফাঁদে পড়ে প্রথম বলেই বিদায় হন।
ওপেনার শান্তও নিজের ফিফটি পূর্ণ করার পর বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৯১ রানে তিনি ৪৮ বলে ৫৪ রান করে আউট হন। দ্রুত চার উইকেট হারিয়ে বেশ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দলীয় ১০৭ রানে সৈকত মাত্র ৫ রান করে আউট হন। দলের একই রানে ফেরেন নুরুল হাসান সোহানও। তাসকিন আহমেদও দলের সাথে আর দুই রান যোগ হতেই ফেরেন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দলের ব্যাটিং বিপর্যয়ে আফিফ হোসেন ধ্রুব একপ্রান্ত আগলে ছিলেন। তিনি শেষ পর্যন্ত ২০ বলে ২৪ রান কর অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ১২৭ রান সংগ্রহ করে।